দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বয়স গণনায় নতুন একটি আইন জারি করা হয়েছে। এই আইন অনুযায়ী, বয়স গণনার ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করা হবে। ফলে দেশটির বাসিন্দাদের বয়স এক থেকে দুই বছর কমে যাবে।
দক্ষিণ কোরিয়ায় বয়স গণনা করতে দুটি নিয়ম অনুসরণ করা হতো। এর মধ্যে একটি নিয়মে মায়ের গর্ভে থাকা অবস্থাতেই শিশুদের বয়স গণনা শুরু হতো। ফলে জন্মের সময় শিশুর বয়স হতো ১ বছর।
অপর নিয়মে একজনের প্রকৃত জন্মদিনের পরিবর্তে প্রতিবছর ১ জানুয়ারি তার জন্মদিন ধরা হতো।
এই নিয়ম দুটি দক্ষিণ কোরিয়ায় কয়েক শ বছর ধরে প্রচলিত। ফলে নানা সমস্যা দেখা দিত। উদাহরণ হিসেবে বলা যায়, মায়ের গর্ভ থেকে বয়স গণনার ফলে কোনো শিশু ৩১ ডিসেম্বর জন্ম নিলে সেদিন তার বয়স ১ বছর হবে।
আর পরদিন ১ জানুয়ারি হওয়ায় সেদিন তার বয়স ২ বছর হবে। অথচ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, ১ জানুয়ারি শিশুটির বয়স হয় মাত্র ২ দিন।
নতুন আইন কার্যকর হওয়ার পর শুধু মায়ের গর্ভে থাকাকালীন বয়স গণনার নিয়মটি পুরোপুরি বাতিল হবে। কিছু কিছু ক্ষেত্রে ১ জানুয়ারি জন্মদিন ধরার নিয়ম ব্যবহার করা হবে।
মন্তব্য করুন