বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে বড়লেখা উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার (২৩ জুন) দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মূখ থেকে আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. গোপাল চন্দ দত্ত, কৃষি ও সববায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুভ্রত কুমার দাস, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নিজবাহদুর পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম, বর্নী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি এড. জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমূখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন।
মন্তব্য করুন