ঢাকায় মার্কেট, হোটেল, রেস্তোরাঁ ও আবাসিকসহ ১,৫১১টি ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এদিকে চলতি বছরের নতুন তালিকায় ঢাকার ৫৮টি মার্কেট ও শপিং মল ঝুঁকিপূর্ণ। যার মধ্যে ৯টি মার্কেট অতি ঝুঁকিপূর্ণ। মাঝারি ঝুঁকিপূর্ণ ১৪টি এবং ঝুঁকিতে আছে দুটি।
বাংলাদেশের অগ্নিনির্বাপক কাজে নিয়োজিত এ প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিল্ডিং কোড না মেনে ভবন ভাঙা হয়। মার্কেটের খালি স্থানে দোকান করা হয়, মালামাল রাখা হয়। নিয়মের কোনো তোয়াক্কা করা হয় না। মালিক ও ভবন কর্তৃপক্ষ কারও কথা শোনে না বলেই আগুন লাগলে তা নেভাতে কষ্ট হয়ে যায়।
অগ্নিকাণ্ড নিয়ে আরও পড়ুনঃ
বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪১ ইউনিট
আগুনে পুড়ে ছাই পাঁচ হাজার দোকান, ক্ষতি ২ হাজার কোটি টাকা
এবার রাজধানীর বরিশাল প্লাজায় আগুন,অবশেষে নিয়ন্ত্রণে
বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের ২০ লাখ টাকা সাহায্য দিল হিজড়া জনগোষ্ঠী
চকবাজারে সিরামিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
এবার রাজধানীর নিউ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
নিউমার্কেট আগুন নেভাতে গিয়ে ৭ ফায়ারকর্মী আহত
তিনি আরও বলেন, মার্কেটের ভেতরে নিয়মনীতি না মেনে থাকা ও পণ্য মজুত করার কারণে আগুন লেগে গেলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে।
এছাড়া বঙ্গবাজারে তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত শেষ হলে পরিপূর্ণ রিপোর্ট সংবাদমাধ্যমে জানানো হবে বলে জানান তিনি।
উক্ত সংবাদ সম্মেলনে মার্কেটগুলোতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে রাতে ধূমপান ও রান্না না করার পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশ নিয়ে আরও পড়ুনঃ
‘কেউ অনাহারে মারা গেছে প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেব’
মন্তব্য করুন