ফিনল্যান্ড টানা ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে শীর্ষ সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাহলে আমেরিকানরা সুখী দেশ হিসেবে কি অবস্থানে রয়েছে?
সম্প্রতি প্রকাশিত ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট (World Happiness Report)’ এর তালিকায় ১৩৭ দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ১৫ নম্বর অবস্থানে রয়েছে।
সেক্ষেত্রে এখন আমেরিকানরা পৃথিবীর ১৫তম সুখী জাতি।
এ তলিকায় বাংলাদেশের অবস্থান ১১৮তম। এতে সবচেয়ে শেষের দিকে রয়েছে আফগানিস্তান।
উল্লেখ্য, যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলো বিশ্বের সবচেয়ে কম সুখী দেশগুলোর মধ্যে রয়েছে।
সুখী দেশের তালিকা যেভাবে করা হয়
প্রতিবেদনে সুখী দেশ নির্ধারণের জন্য ছয়টি ভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে: মাথাপিছু জিডিপি, সামাজিক সাপোর্ট, স্বাস্থ্যকর গড় আয়ু, জীবন যাপন করার স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতি।
‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ অনুসারে শীর্ষ ১৫টি সুখী দেশ হল:
১. ফিনল্যান্ড
২. ডেনমার্ক
৩. আইসল্যান্ড
৪. ইসরাইল
৫. নেদারল্যান্ডস
৬. সুইডেন
৭. নরওয়ে
৮. সুইজারল্যান্ড
৯. লুক্সেমবার্গ
১০. নিউজিল্যান্ড
১১. অস্ট্রিয়া
১২. অস্ট্রেলিয়া
১৩. কানাডা
১৪. আয়ারল্যান্ড
১৫. যুক্তরাষ্ট্র
সম্পূর্ণ রিপোর্ট এখানে পড়ুন।
মন্তব্য করুন