চলতি বছরের রমজান মাসে ওমরাহ করার জন্য প্রায় ৮ লাখ বিদেশী মুসল্লি নিবন্ধন করেছেন। নুসুক প্ল্যাটফরমে এই নিবন্ধন কারা হয়েছে । সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রাণালয়ের আন্ডারসেক্রেটারি আবদুল রহমান শামস এই তথ্য জানিয়েছেন।
সৌদির একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই কর্মকর্তা বলেন, রমজান মাসে ওমরাহ পালনের জন্য এ পর্যন্ত প্রায় ৮ লাখ বিদেশি যাত্রী নিজেদের নাম নুসুক প্ল্যাটফরমে নিবন্ধন করেছেন। আমরা আশা করছি সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে।
বিদেশি মুসল্লিদের হজ ও ওমরাহ পালনের জন্য নুসুক নামের অ্যাপটিতে নিজেদের নাম নিবন্ধন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এবারের ওমরাহ যাত্রীরা নুসুক অ্যাপে নিবন্ধনের কাজটি সম্পন্ন করেছেন।
চলতি বছরের ওমরাহ মৌসুম থাকবে জুলাই মাস পর্যন্ত। এই সময়সীমার মধ্যে অন্তত ৯০ লাখ বিদেশি যাত্রী ওমরাহ পালনের জন্য সৌদি আরব আসবেন বলে আশা করছে দেশটির সরকার।
নিজেদের নাম নিবন্ধনের পাশাপাশি হজ ও ওমরাহযাত্রীদের জন্য সরকারের নির্দিষ্ট করা বিভিন্ন প্যাকেজ গ্রহণ করার ক্ষেত্রেও এই অ্যাপটি ব্যবহার করতে হয় যাত্রীদেরকে।
মন্তব্য করুন