চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীনের উন্নয়ন বিশ্বের জন্যও কল্যাণকর। নিজের উন্নয়ন-প্রক্রিয়ায় চীন বিশ্বকে এড়িয়ে যেতে পারে না।
বৈশ্বিক বাজার ও সম্পদ কাজে লাগিয়ে চীন একা একা উন্নত হবে না, বরং বিশ্বের যৌথ উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আর এর জন্য চীনকে উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণ প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।
সোমবার চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র বার্ষিক অধিবেশনের সমাপন অনুষ্ঠানে এ সব কথা বলেন দেশের প্রেসিডেন্ট সি চিন পিং।
প্রেসিডেন্ট সি বলেন, চীনকে শান্তি, উন্নয়ন, সহযোগিতা ও কল্যাণের পতাকা বহন করে যেতে হবে; সবসময় ইতিহাসের সঠিক দিকে দাঁড়াতে হবে; বাস্তব বহুপক্ষবাদের অনুশীলন করতে হবে; সক্রিয়ভাবে বৈশ্বিক ব্যবস্থাপনার সংস্কার ও প্রতিষ্ঠাকাজে অংশ নিতে হবে; এবং ‘বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব’ ও ‘বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব’ বাস্তবায়নকাজকে এগিয়ে নিতে হবে।
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)
মন্তব্য করুন