চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, শক্তিশালী দেশ গড়ার ও জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন পূরণের যোগ্যতা বর্তমান প্রজন্মের রয়েছে।
তিনি সোমবার বেইজিংয়ে জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র বার্ষিক অধিবেশনের সমাপন অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, চীনা জাতি অতীতে অনেক বড় বড় ঘটনার জন্ম দিয়েছে, অনেক অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আর, প্রতিষ্ঠার পর থেকে সিপিসি, গোটা চীনের বিভিন্ন জাতির মানুষকে ঐক্যবদ্ধ করে ও নেতৃত্ব দিয়ে, চীনা জনগণকে নিজেদের ভাগ্যের মালিকে পরিণত করেছে। এখন চীনা জাতি সার্বিকভাবে সচ্ছল হবার পথে।
সি চিন পিং আরও বলেন, চীনা জাতি বর্তমানে মহান পুনরুত্থাপনের গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। নতুন যাত্রায় বর্তমান প্রজন্মের উচিত যথাযথ দায়িত্ব পালন করা এবং শক্তিশালী ও আধুনিক দেশ গড়ার কাজে প্রয়োজনীয় অবদান রাখা।
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)
আরও পড়ুনঃ চীনের ‘দুই অধিবেশনে’ অব্যাহতভাবে ‘প্রতিনিধি চ্যানেল’, ‘সদস্য চ্যানেল’, ‘মন্ত্রী চ্যানেল’ খোলা হবে
মন্তব্য করুন