মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করার অভিযোগ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি নিজেকে সামাজিকভাবে ঘৃণার শিকার ও প্রত্যাখ্যাত হওয়া, এমনকি একাকী জীবন যাপনে অভ্যস্ত হিসেবে বর্ণনা করেছেন।
অ্যান্টনি ম্যাক্রেই (৪৩) নামের ঐ ব্যক্তি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যাত হতে হতে ক্লান্ত৷ আমিও একজন মানুষ। তাহলে সবাই আমাকে ঘৃণা করে কেন? কেন? কেন? কেন? আমি বলব তারাই আজকে আমাকে একজন খুনি বানিয়েছে।’
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি বন্দুক হামলায় তিনজন শিক্ষার্থী নিহত এবং পাঁচজন শিক্ষার্থী আহত হয়।
আরও পড়ুনঃ মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা
মন্তব্য করুন