দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় ভূমিকম্পে এ পর্যন্ত ২৪ হাজার জনেরও বেশি লোক মারা গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় শুধুমাত্র সিরিয়াতেই ৫.৩ মিলিয়নের বেশি মানুষ গৃহহীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭.৮ মাত্রার এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই ভূমিকম্পকে ‘শতাব্দীর বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।
এদিকে শুক্রবার গভীর রাতে ভূমিকম্পে বিধ্বস্ত তুর্কি শহর কাহরামানমারাসে ব্রিটিশ এবং জার্মান উদ্ধারকারীরা ১৫ বছর বয়সী একটি মেয়েকে উদ্ধার করেছে।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, দামেস্ক বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আন্তর্জাতিক সাহায্য পাঠানোর অনুমতি দিয়েছে।
জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র বিবিসিকে জানায়, তারা ‘যত দ্রুত সম্ভব’ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আরও সাহায্য পাওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন: ভূমিকম্প: সিরিয়ান, তুর্কি আমেরিকানরা ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য কাজ করছে
মন্তব্য করুন