তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২২,৩৭৫ জনে দাঁড়িয়েছে।
এ ঘটনায় তুরস্ক ও সিরিয়া মিলিয়ে ৮০, ৭৬৮ জন আহত হয়েছে।
সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই ভূমিকম্পকে ‘শতাব্দীর বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।
ভূমিকম্পের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার জাতিসংঘের একটি সাহায্য প্রদানকারী দল উত্তর-পশ্চিম সিরিয়ায় পৌঁছিয়েছে।
এদিকে ব্যাপক তুষারপাত, সম্ভাব্য খাবার পানির অভাব, যোগাযোগ ব্যবস্থার অবনতি এবং বিদ্যুতের অভাবে আর একটি মারাত্মক ‘দুর্যোগ’ ঘটাতে পারে বলে সাহায্য সংস্থাগুলো সতর্ক করেছে।
আরও পড়ুন: ভূমিকম্প: সিরিয়ান, তুর্কি আমেরিকানরা ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য কাজ করছে
মন্তব্য করুন