সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত ২১,০০০ জনের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে।
সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় তার রাষ্ট্রের তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ‘ঘাটতি’ স্বীকার করলেও পরিস্থিতি এখন ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলে জানিয়েছেন।
তিনি এই ভূমিকম্পকে ‘শতাব্দীর বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।
ভূমিকম্পের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার জাতিসংঘের একটি সাহায্য প্রদানকারী দল উত্তর-পশ্চিম সিরিয়ায় পৌঁছিয়েছে।
এদিকে ব্যাপক তুষারপাত, সম্ভাব্য খাবার পানির অভাব, যোগাযোগ ব্যবস্থার অবনতি এবং বিদ্যুতের অভাবে আর একটি মারাত্মক ‘দুর্যোগ’ ঘটাতে পারে বলে সাহায্য সংস্থাগুলো সতর্ক করেছে।
আরও পড়ুন: ভূমিকম্পের ৬৮ ঘণ্টা পর মা ও শিশুকে জীবিত উদ্ধার
মন্তব্য করুন