যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একই সঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং ‘ব্লাড মুন’ (রক্তিম চাঁদ) মঙ্গলবার (নভেম্বর ৮) দেখা যাবে।
চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সরাসরি চাঁদ এবং সূর্যের মধ্য দিয়ে যায়৷
এ সময় চাঁদে লালচে আভা দেখা যায়। যা ব্লাড মুন হিসাবে পরিচিত।
এবার চাঁদকে পৃথিবীর সূর্যাস্ত এবং সূর্যোদয়ের আলো থেকে একটি লাল-কমলা দেখাবে।
তিন বছর পর এর সাক্ষী হচ্ছে মিশিগানবাসীরা।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, মিশিগানবাসীদের জন্য মঙ্গলবারের আকাশে চাঁদের অদৃশ্য হয়ে যাওয়া মুহূর্তকে ভালোভাবে উপভোগের বিরল সূযোগ। কারণ এই মহাজাগতিক ঘটনা অনেক দিন পর পর হয়ে থাকে।
এদিন ভোরবেলা আমেরিকার পশ্চিমে, সূর্যাস্তের পরে এশিয়া, অস্ট্রেলিয়া এবং বাকি প্রশান্ত মহাসাগর জুড়ে দৃশ্যমান হবে।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ইউরেনাস গ্রহ চাঁদের উপরে একটি আঙ্গুলের প্রস্থে উজ্জ্বল নক্ষত্রের মতো দৃশ্যমান হবে।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রায় ১ থেকে ১.২০ ঘন্টা স্থায়ী হবে। অর্থাৎ সকাল ৫:১৬ মিনিট থেকে সকাল ৬:৪১ মিনিট (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) পর্যন্ত।
নাসার বিজ্ঞানীরা জানান, চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবী থেকে ২৪২,৭৪০ মাইল (৩৯০,৬৫৩ কিলোমিটার) দূরে থাকবে।পরিষ্কার আকাশে দূরবীন এবং টেলিস্কোপ ব্যবহার করে চন্দ্রগ্রহণ উপভোগ করা যাবে ।
উল্লেখ্য, মিশিগানের এই চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ৫:১৬ মিনিটে এবং ৬:৪১ মিনিটে শেষ হবে।
এটি এই বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ; প্রথমটি ছিল মে মাসে। পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ উপভোগ করার জন্য ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এই সময়ের মধ্যে অনেক আংশিক চন্দ্রগ্রহণ সংগঠিত যাবে।
আরও পড়ুনঃ ‘ব্লাড মুন’ দেখার সাক্ষী হতে চলেছে মিশিগান
মন্তব্য করুন