যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্থানীয় গেইট অব কলম্বাসে গত ২৯ অক্টোবর বিকালে জালালাবাদ সোসাইটি অব মিশিগান এর নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে, সভাপতি এন ইসলাম শামীমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সুমন কবিরের সঞ্চালনায় জালালাবাদ সোসাইটি অব মিশিগানের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালিত হয়।
এসময় প্রধান নির্বাচন কমিশনার এনাম উদ্দিন আহমেদ নতুন নির্বাচিত সভাপতি মোহাম্মদ এ হোসেন সুলেমান এবং সাধারণ সম্পাদক হাবিব রহমানের কমিটিকে শপথ বাক্য পাঠ করান।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠান মোহাম্মদ এ হোসেন সোলাইমানের সভাপতিত্বে এবং হাবিব রহমানের সঞ্চালনায় পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কেসিসি গ্লোবালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ কালি প্রদীপ চৌধুরী পারিবারিক কারণে উপস্থিত হতে না পারলেও মুঠোফোনে আগত সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ নীতি গবেষক, বাংলাদেশের নর্থ ইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক তানভীর আহমেদ চৌধুরী এবং জালালাবাদ সোসাইটি ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাভেদ চৌধুরী, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসাইন, জকিগঞ্জ সমিতির সাবেক সভাপতি এবাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এবং জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাবেক নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি সেলিম আহমেদ, সিলেট সরকারি কলেজের সাবেক ভিপি ছাত্রনেতা আবু হানিফ, আমিন রিয়েলিটির আজিজ চৌধুরী, বর্তমান কমিটির কোষাধ্যক্ষ জামান আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিতসহ প্রমুখ। কন্ঠশিল্পী রুকসানা মির্জা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
আরও পড়ুনঃ মিশিগানে মঞ্জুর শাফি চৌধুরীকে গোলাপগঞ্জ সমিতির সংবর্ধনা
মন্তব্য করুন