২০২২ সালের তৃতীয় প্রান্তিকে চীনের মূল ভূভাগ, তাইওয়ান, হংকং ও ম্যাকাও-এর ভোক্তা আস্থা সূচক শনিবার বেইজিংয়ে প্রকাশিত হয়।
মূল ভূভাগের ভোক্তা আস্থা সূচক ১০০.২, হংকংয়ের ৬৪.২, ম্যাকাওয়ের ৬৮.৯, এবং তাইওয়ানের ৮৭.৯।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক অর্থনীতির নিম্নমুখী চাপ বেড়েছে, চীনের বিভিন্ন জায়গায় কোভিড-১৯ মহামারীও নতুন করে ছড়িয়েছে।
এ অবস্থায় মহামারীর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, চীন বিভিন্ন ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করে। ফলে জাতীয় অর্থনীতির সামষ্টিক উন্নয়নের ধারা বজায় থাকে।
এই পটভূমিতে মূল ভূভাগে ভোক্তা আস্থা সূচক কমলেও, স্থিতিশীল আছে।
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)
আরোও পড়ুনঃ টেসলা বাজার থেকে ১১ লাখ গাড়ি তুলে নিচ্ছে
মন্তব্য করুন