গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সমরকন্দে অনুষ্ঠিত শাংহাই সহযোগিতা সংস্থার ২২তম রাষ্ট্রীয় কাউন্সিলার সম্মেলনে যোগ দেন এবং কাজাখস্তান ও উজবেকিস্তানে রাষ্ট্রীয় সফর করেন।
সম্প্রতি চীনা কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উক্ত সফরের ফলাফল সাংবাদিকদের সামনে তুলেন ধরেন।
ওয়াং ই বলেন, কোভিড-১৯ মহামারী দেখা দেওয়ার পর এটি ছিল প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রথম বিদেশ সফর, যার ঐতিহাসিক তাত্পর্য রয়েছে। শাংহাই সহযোগিতা সংস্থাকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের চীন-বিরোধী ষড়যন্ত্রকে রুখে দেওয়ার এটি একটি কৌশল ছিল।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সফর ৪৮ ঘন্টা স্থায়ী হয়। উক্ত সময়কালে প্রেসিডেন্ট সি প্রায় ৩০টি বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক কর্মকাণ্ডে নিবিড়ভাবে অংশ নেন। তাই, স্বল্পকালের জন্য হলেও, সফর ছিল ফলপ্রসূ।
তিনি আরও বলেন, এ সফর শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে; অশান্ত আন্তর্জাতিক পরিস্থিতি এবং ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখে, ইউরেশিয়া মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত রেশমপথে নতুন প্রাণশক্তি যোগাবে।
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)
মন্তব্য করুন