বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগদান ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নাগরিক সংবর্ধনা সফল করার লক্ষ্যে মিশিগান স্টেট যুবলীগ কর্মী সমাবেশের আয়োজন করেছে।
আগামী রবিবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে মিশিগানে অবস্থিত আওয়ামী পরিবারের সবাইকে উপস্থিত থাকার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহিদুর রাহমান চৌঃ জাবেদ, সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগ এবং সাবেক সাধারণ সম্পাদক, মিশিগান স্টেট যুবলীগ।
সভাপতিত্বে থাকবেন জাহেদ মাহবুব আজিজ সুমন, সভাপতি, মিশিগান স্টেট যুবলীগ এবং সঞ্চালনায় থাকবেন রুম্মান আহমদ চৌঃ ইভান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মিশিগান স্টেট যুবলীগ।
মিশিগান স্টেট যুবলীগ পক্ষ থেকে তাহমিদ খাঁন ও আবেদ মনসুর এতথ্য জানান।
মন্তব্য করুন