১৪ আগস্ট রোববার সুনামগঞ্জ জেলাবাসী মিশিগান শাখা হ্যামট্রামিকের স্থানীয় পাবলিক হল গেইট অব কলম্বাসে সুনামগঞ্জর মেয়র নাদের বখতের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। বাবুল আহমদ বাচ্চু মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের মেয়র নাদের বখত। বিশেষ অতিথি ছিলেন সালিক সোবহান, কাউন্সিলার কাজী মিয়া, ইকবাল হুসেন, জামাল হুসেন, আব্দুস সবুর, আশিক বখত, দোলন আহমদ, মঞ্জুর খান এবং রাইসুজামান মুকুল। মো. রাফির কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন রাজেল আহমেদ, সৈয়দ ইয়াহিয়া এবং সাইফুল আমিন। অনুষ্ঠানে মেয়রকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার শাহাব উদ্দিন, কবি বাবর বখত, কাজী মিয়া, ইশতিয়াক রুপু। প্রধান অতিথি নাদের বখত তাঁর ভাষণে প্রবাসীদের দেশের বর্তমান কঠিন সময়ে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানান। এ সময় তাঁকে মিশিগানের সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়। মতবিনিময় সভার সার্বিক সহযোগিতায় ছিলেন আবু জুবের, সাইফুল আমিন, রাসেল আহমদ, সেলিম, সোহাগ, রাসেল আহমদ, মিলাক।
মন্তব্য করুন