সোমবার চীনা প্রেসিডেন্ট সি চিন পিং পাকিস্তানে ভয়াবহ বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে সেদেশের প্রেসিডেন্টকে একটি বার্তা পাঠান।
বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।
এতে চীনা সরকার ও জনগণ শোকাহত। তিনি ক্ষতিগ্রস্তদের পরিবারবর্গ ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
প্রেসিডেন্ট সি আরও বলেন, চীন ও পাকিস্তান দীর্ঘকাল ধরে সুখ-দুঃখ ভাগাভাগি করে আসছে; বিপদে একে অপরকে সাহায্য করে আসছে।
চলতি দুর্যোগ সামাল দিতেও চীন বন্ধুরাষ্ট্র পাকিস্তানকে জরুরি সহায়তা দিয়ে যাবে। সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টায় পাকিস্তান দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)
মন্তব্য করুন