সম্প্রতি চীনা প্রেসিডেন্ট সি চিন পিং মাল্টার সেন্ট মার্গারেট মাধ্যমিক বিদ্যালয়ের ‘চায়না কর্নার’-এর শিক্ষক ও শিক্ষার্থীদের চিঠির উত্তর দিয়েছেন।
চিঠিতে তিনি দু’দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে মাল্টার কিশোর-কিশোরীদেরকে উত্সাহ দেন।
প্রেসিডেন্ট সি বলেন, চীন ও মাল্টার যৌথ প্রচেষ্টায় সেন্ট মার্গারেট মাধ্যমিক বিদ্যালয়ের ‘চায়না কর্নার’ চীন সম্পর্কে মাল্টার শিক্ষার্থীদের বোঝাপড়া বৃদ্ধিতে এবং চীন-মাল্টা বন্ধুত্ব প্রচারে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।
‘চায়না কর্নার’ আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের চীনে এসে লেখাপড়া করার আহ্বানও জানান তিনি।
প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, চলতি বছর চীন ও মাল্টার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের মডেল হয়ে উঠেছে।
মাল্টার আরও বেশি শিক্ষক, শিক্ষার্থী, ও তরুণ-তরুণীরা চীন ও মাল্টার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে প্রেসিডেন্ট সি আশা প্রকাশ করেন।
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)
মন্তব্য করুন