যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এর ফলে লক্ষ লক্ষ আমেরিকানদের অনত্র সরিয়ে নেওয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশনের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের কাছে শুরু হওয়া অগ্নিকাণ্ড নেভানোর জন্য ১৭টি হেলিকপ্টার এবং ২,০০০-এর বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।
অগ্নিকাণ্ড শুরু হওয়ার দু’দিনের মধ্যেই প্রায় ১৪,২০০ একরের বেশি এলাকা গ্রাস করেছে এবং হাজার হাজার বাসস্থান হুমকির সম্মুখীন হয়েছে৷
এলাকার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ১০৫-১১০ডিগ্রি ফারেনহাইট (৪০.৫ – ৪৩.৩ সেলসিয়াস) হয়েছে৷
যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে ফিলাডেলফিয়া হয়ে ওয়াশিংটন পর্যন্ত আবহাওয়ার জরুরি অবস্থা কার্যকর করা হয়েছে।
এই সব শহরে গৃহহীনদের জন্য কুলিং স্টেশন চালু করা হয়েছে।
সাম্প্রতি বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ইউরোপের দেশসমূহে চরম তাপদাহ হচ্ছে। এসব ঘটনাকে বিজ্ঞানীরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব হিসেবে দেখছেন৷
মন্তব্য করুন