যুক্তরাষ্ট্রের আলাবামার প্রাণী উদ্ধারকারীদের দল একটি হোমিং কবুতরকে উদ্ধার করেছে। যা প্রাথমিকভাবে ইংল্যান্ড থেকে এসেছে বলে জানা গেছে।
মনরো কাউন্টির প্রাণীদের আশ্রয়কেন্দ্রের তথ্য অনুযায়ী জানা যায়, মেক্সিয়ার এক ব্যক্তি জানায় যে তার বাড়িতে ব্যান্ড সহ একটি কবুতর দেখা গেছে। তখন কবুতরটিকে উদ্ধার করা হয় এবং কেন্দ্রের কর্মীরা এটির মালিককে খুঁজে বের করার কাজ শুরু করেন।
কবুতরের সাথে থাকা মাইক্রোচিপ স্ক্যানার ব্যবহার করে উদ্ধারকারী কর্মীরা নর্থ অফ ইংল্যান্ড হোমিং ইউনিয়নের ওয়েবসাইটের ঠিকানা পায়। পরে ওয়েবসাইটের মাধ্যমে জানা যায় কবুতরটি ইংল্যান্ডের, যা আলাবামার থেকে প্রায় ৪,০০০ মাইল দূরে অবস্থিত।
মন্তব্য করুন