বাংলাদেশের সিলেটে বৃষ্টি ও ঢল অব্যাহত থাকায় ক্রমাগত পানি বেড়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
শুক্রবার ( ১৭ জুন) সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে সিলেট নগরসহ ২০টি উপজেলা ও দুইটি পৌরসভার অন্তত ২৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
এদিকে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি প্রবেশ করায় আগামী ২০ জুন রাত ১২টা পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়েছে।
মন্তব্য করুন