মৌলভীবাজারের বড়লেখায় বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি। অফিস, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।
উপজেলা সদরসহ প্রতিদিনের মত ব্যবসা বাণিজ্য চলছিল। যে কোন দূর্ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। হরতালে পৌর শহরে জামায়াত বিএনপির নেতাকর্মীদের পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি।
এদিকে সকাল থেকেই উপজেলা সদরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিলো। দেশব্যাপী বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যে ও হরতালের প্রতিবাদে দুপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মূখে আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিধান চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, নিজবাহদুর পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক মাষ্টার, উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিক উদ্দিন, দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তওহিদুল ইসলাম ফরহাদ প্রমূখ।
বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
মন্তব্য করুন