মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদলে পূর্ণ দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
রফিকুল ইসলাম সুন্দর দীর্ঘ দিন ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
রোববার ঢাকায় গণভবনে আয়োজিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা এ–সংক্রান্ত একটি ঘোষণা দেন।
গণভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত থাকা একাধিক নেতা জানিয়েছেন, দলের বিশেষ বর্ধিত সভায় সিলেট বিভাগসহ সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভার (জেলা সদরে অবস্থিত) সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।
সভায় সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন এবং পৌরসভার মেয়ররা উপস্থিত ছিলেন।
সভায় এক জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বর্ধিত সভায় উপস্থিত থাকা সব ভারপ্রাপ্ত নেতাকে পূর্ণ দায়িত্ব প্রদান করেন।
বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন