যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন আগামী রবিবার (১৩ আগষ্ট) আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি ওয়ারেন শহরের হলমিচ পার্কে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মধ্যহ্ন ভোজনের পর লটারী বিজয়ের মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে ১টি গাড়ি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে এয়ার টিকেট (মিশিগান টু ঢাকা) পাবেন বলে আয়োজনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়াও লটারী বিজয়ীদের জন্য টিভি, ল্যাপটপ, মোবাইল ফোন ও অন্যান্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
সমিতির সভাপতি মোঃ আজমল হোসেন এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইয়াহইয়া হক চৌধুরী এবং প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন উক্ত বনভোজনে অংশগ্রহণের জন্য মিশিগানে বসবাসরত সবাইকে অনুরোধ করেছেন।
মিশিগান নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন