সম্প্রতি বিজ্ঞানীরা এক গবেষণায় সতর্ক করে জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং অ্যান্টার্কটিক মহাদেশের বরফের উপর দ্রুতগতিতে প্রভাব ফেলছে।
এর ফলে তারা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন।
এদিকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে জাতিসংঘের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইউরোপে চলমান বিপজ্জনক তাপপ্রবাহ আরও রেকর্ড ভাঙতে পারে।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হয়েছে।
বিবিসি আরো জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট ঘটনাগুলোকে নিয়ে অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত৷
তাছাড়া বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনে খারাপ পরিস্থিতি উদ্ঘাটিত হওয়ার কারণে আতঙ্কের কথা জানিয়েছেন।
লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের পরিবেশগত ভূগোলবিদ থমাস স্মিথ জানান, ‘জলবায়ু ব্যবস্থার সমস্ত অংশ রেকর্ড-ব্রেকিং পরিবর্তিত হয়েছে। ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এজন্য পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে ভাবনার অবকাশ দেখা দিয়েছে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানের প্রভাষক ডাঃ পাওলো সেপ্পি বলেন, জীবাশ্ম জ্বালানী পোড়ানোর ফলে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে । সেইসাথে ২০১৮ সাল থেকে উষ্ণায়নকারী প্রাকৃতিক আবহাওয়া ব্যবস্থার তাপের কারণে ‘পৃথিবী এখন অজানা অঞ্চলে রয়েছে’।
আরও পড়ুনঃ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে জাতিসংঘে সোচ্চার ক্ষতিগ্রস্তরা
মন্তব্য করুন