“জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন” এ প্রতিপাদ্যে মৌলভীবাজারের বড়লেখায় সীমান্তিক নতুনদিন শাখার আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে দশ ঘটিকায় USAID ও SMC এর অর্থায়নে সীমান্তিক নতুনদিন বড়লেখা শাখার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুনদিন উপজেলা সুপারভাইজার গীতাশ্রী রাণী পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুল মতিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন প্রজেক্ট ম্যানেজার ডা: রুহুল আমিন, মো: ফজলে খুদা (SMC), মো: আতিকুজ্জামান (SMC), ডিস্ট্রিক্ট টিম লিডার মো: রেজাউল হকসহ আরোও অনেকে।
এসময় অতিথিবৃন্দরা পরিবার পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দিক-নির্দেশনামূলক ব্যক্তব্য প্রদান করেন।
বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন