ওয়ারেন সিটির আয়োজনে সম্প্রতি অনুষ্টিত হয়ে গেলো ওয়ারেন সিটির ২৬ তম কমিশনস এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড।
ইউক্রেনিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত জমকালো এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ারেন সিটির মেয়র জিম ফাউটস।
তিনি ওয়ারেন সিটির বিভিন্ন কমিশনে কাজ করা কমিশনারদের এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে ৭ জন বাংলাদেশি আমেরিকান কমিশনারকে সম্মাননা প্রদান করা হয় ও সেই সাথে বাংলাদেশি কমিউনিটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
সম্মাননা প্রাপ্ত কমিশনাররা হলেন ফয়ছল আহমেদ ভাইস চেয়ার, বোর্ড’ অব রিভিউ, আজিজ চৌধুরী, বোর্ড’ অব রিভিউ, দেলোয়ার আনসার, প্লেনিং কমিশন , মাহমুদা মৌউরী, জয়েন্ট সেক্রেটারী, প্লেনিং কমিশন, সুলতান চৌধুরী, প্লেনিং কমিশন, নিজাম আহমেদ, ক্রাইম কমিশন এবং সীমা বেগম, কালচারাল কমিশন।
মন্তব্য করুন