মৌলভীবাজারের বড়লেখায় বর্ণি ইউনিয়নের সামাজিক সংগঠন (পরিবেশ প্রেমী এ্যাওয়ার্ড প্রাপ্ত) সোস্যাল ফাউন্ডেশন উজিরপুর এর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৫ জুলাই) উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে বিকেল ৪ ঘটিকায় ফাউন্ডেশনের উপদেষ্টা প্রণথ চন্দ শীল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং সহঃ সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সামাজিক সংগঠক আব্দুল হাফিজ।
বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা শশাংক চন্দ্র দাস, মাওলানা জমির উদ্দিন, আব্দুল হামিদ, বেলাল আহমদ, গিয়াস উদ্দিন এবং কাতার প্রবাসী জামিল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ সোস্যাল ফাউন্ডেশনের কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদের আন্তরিক সহযোগিতার কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে উপস্থিত অতিথিবৃন্দ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দদের নিয়ে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করেন।
বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন