যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরের হলমিচ পার্কে মিশিগান টাইগারস ইয়ুথ স্পোর্টস ক্লাব (এমটিওয়াইএসসি) এর ইয়ুথ সাকার সামার প্রজেক্টের আয়োজনে সাকার (ফুটবল) সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শিশু কিশোরদের জন্য আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আজই আয়োজনকারীদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতার সময় প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।
এ আয়োজনে বয়সের ভিত্তিতে শিশু কিশোরদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। যেগুলো হলো বয়স ৬ থেকে ১০, বয়স ১০ থেকে ১৪ এবং বয়স ১৪ থেকে ১৮।
উল্লেখ্য, আয়োজনটিতে শিশু কিশোরেরা সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন। এখানে কোন ভর্তি ফি এবং মাসিক বেতন নেই।
আয়োজন সম্পর্কে এমটিওয়াইএসসি এর দেলোয়ার আনসার বলেন, ‘এ আয়োজনে শিশু কিশোরদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ প্রদানের মাধ্যমে তাদের মধ্যে মননশীলতা এবং মানবিকতার ভিত্তি সুগঠিত হবে। আশাকরি আয়োজনটি সবার সহযোগিতায় সাফল্যমন্ডিত হবে।’
মিশিগান নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্য করুন