মিশিগানের হ্যামট্রামিক সিটিতে বাংলাদেশি প্রবাসীদের আয়োজনে সম্প্রতি একটি মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফির সৌজন্যে অনুষ্টিত সভায় মিশিগানে বসবাসরত রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সংগঠনগুলোর নেতৃবৃন্দ মিশিগানের বাংলাদেশি প্রবাসীদের সাথে একতা ও সমন্বয় বিষয়ক আলোচনা করেন। সভার উদ্দেশ্য ছিল মিশিগানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নানান সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরা।
সভায় উপস্থিত বক্তারা বলেন, “মঞ্জুর কাদির শাফি আমাদের মিশিগানের গর্ব। মিশিগান থেকে উনার রাজনৈতিক হাতেখড়ি হলেও বাংলাদেশে উনি যেভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন মিশিগান প্রবাসী হিসেবে আমরা গর্বিত।”
মন্তব্য করুন