বাংলা সংবাদ ডেস্ক
৭ নভেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যাদের জেলে থাকা উচিত তাদের অনেকে চাকরিতে বহাল : ফাহাম আব্দুস সালাম

যাদের জেলে থাকা উচিত তাদের অনেকে চাকরিতে বহাল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক, রাজনীতিবীদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম। বুধবার (০৬ নভেম্বর) নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

 

পোস্টে ফাহাম আব্দুস সালাম লিখেছেন, জেনারেল ওয়াকার সাহেব, কর্নেল ও ঊর্ধ্বতন কর্মরত অফিসারদের চাকরির মেয়াদ ২ বছর বাড়াতে কাজ শুরু করেছেন। এই কাজটা করলে আওয়ামী অফিসারদের চাকরির মেয়াদ বাড়বে। ন্যাচরাল এট্রিশানের কারণে যাদের চাকরি যেত, তারাও চাকরি করতে থাকবে। মনে রাখবেন যেসব জেনারেলদের এই মুহূর্তে জেলে থাকা উচিত তাদের অনেকে এখনো বহাল তবিয়তে চাকরি করছেন। এ ছাড়া এরা আরও লম্বা সময় ধরে চাকরি করবেন।

 

তিনি লেখেন, জুলাই বিপ্লবের সময় আনসার বাহিনীর প্রধান মেজর জেনরেল আমিনুল হক, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীমের ভাই বলে জেনারেল হয়েছিলেন। উনি আমার কলেজের এক্স-ক্যাডেট এবং ওনার কনটেম্পোরারি প্রত্যেকে বলেন যে- তিনি কর্নেল হওয়ার যোগ্য কোনো অফিসার না। তিনি এখনো চাকরি করছেন। এই যে হেলিকপ্টার থেকে ছাত্রদের ওপর গুলি করা হয়েছিল, এর কারিগর মেজর জেনরেল বাকী এখনো চাকরি করছেন। এমনকী যেই লে. কর্নেল রেদোয়ান সরাসরি ছাত্রদের ওপর গুলি করেছে (ভিডিওতে আছে) সেও চাকরি করছে। যারা আমাদের সন্তানদের হত্যার সহযোগী কিংবা সরাসরি দায়ী। এরা তো চাকরি করছেই, চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়বে। আর মিড লেভেলের যেসব অফিসার ছাত্রদেরকে একচুয়ালি বাঁচিয়েছে, তাদের প্রমোশান দুই বছর আটকে যাবে।

 

ফাহাম লিখেছেন, কম করে হলেও সরকারের কয়েকশ’ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এই খরচ বহন করবে ভবিষ্যতের রাজনৈতিক (বিএনপি, জামায়াত, ছাত্র ও জাতীয়) সরকার। মেজর স্টেক হোল্ডারদের সম্মতি না নিয়ে এই ধরনের ভয়ঙ্কর এক্সপেন্সিভ সিদ্ধান্ত নেওয়া উচিত কি না সেই বিষয়ে পলিটিকাল স্টেক হোল্ডারদের আওয়াজ তোলা উচিত। বাজেট করবেন আপনারা আর সিদ্ধান্ত নেবে নন-পলিটিকাল সরকার। এটা একেবারেই অগ্রহণযোগ্য।

 

তিনি লেখেন, বিএনপি, জামায়াত ও ছাত্ররা যদি মনে করেন এই সিদ্ধান্ত দেশের স্বার্থ বিরোধী। আপনাদের স্পষ্ট করে বলা উচিত। বাংলাদেশের সরকার সিরিয়াস একেনমিক সংকোচনের মধ্যে আছে। এই পরিস্থিতিতে এই ধরনের চিন্তা করে কীভাবে। যার কারণে সরকারের শত শত কোটি টাকা এক্সট্রা খরচ হবে? দুদিন আগে আন্দাজে বলেছিলাম আরও লিউটেনেন্ট জেনারেল পদ ক্রিয়েট করা হবে। গতকাল শুনলাম আসলেই নাকি হচ্ছে। যেই কাজ আগে ব্রিগেডিয়ার করতো সেই একই কাজ এখন লিউটেনেন্ট জেনারেল করবে। এতে সরকারের খরচ হবে কোটি কোটি টাকা (ফর নাথিং)।

 

ফাহাম আরও লিখেছেন, বাংলাদেশের পলিটিকাল অ্যাক্টররা যদি ভবিষ্যতে দেশ রুল করার ব্যাপারে সিরিয়াস হন, এসব ফাইজলামি বন্ধ করতে হবে। সরকারি কর্মচারীদের এসব ল্যাটকা ইনস্টিটিউশান প্রেম আপনারা আজকে আশকারা দেবেন তো কালকে আপনারাই এর কাফফারা দেবেন। কালকে এরাই আপনাদের বলবে আমাদের আলাদা এয়ারলাইন্স লাগবে, শপিং মল লাগবে, দুইটা উপজেলা লাগবে। মনে রাখবেন, এই আর্মি আওয়ামী লীগকে বাঁচাতে পারেনি। আপনাদেরকেও ভবিষ্যতে পারবে না। আপনারা জনস্বার্থে সিদ্ধান্ত নিন। এডাল্টদের মতো আচরণ করুন। তিনি লেখেন, আমি ইউনূস সাহেব ও বর্তমান সরকারকে অনুরোধ করছি, এসব দেশের স্বার্থবিরোধী অন্যায় আবদার এন্টারটেইন করবেন না। আল্লাহর ওয়াস্তে সিরিয়াস হন। সরকারি খরচ বাড়ে, এমন সিদ্ধান্ত নিয়ে ব্যাড প্রিসিডেন্স তৈরি করবেন না।

 

সর্বশেষে তিনি লিখেছেন, (বি. দ্র. বিমানবাহিনী ও নৌবাহিনীর ২ বছরের এক্সট্রা চাকরি করার সঙ্গে সমন্বয় করার যে বাহানা তোলা হয়েছে- সেটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বেশিরভাগ সুবিধা আপনারাই অনেক বেশি পান- বিমানবাহিনী ও নৌবাহিনীর তুলনায়। যেই সুবিধা বেশি পান- কই সেইটা তো সমন্বয় করতে চান না)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের হাসপাতালে ভর্তি করতে বাধ্য করা রোগের বিস্তার অব্যাহত

বৈদেশিক মুদ্রার এবার রিজার্ভ বাড়ল

ভারতীয় গণমাধ্যমে বাংলা দেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের এবার ফেরানো হবে : পররাষ্ট্র সচিব

জাপান বাংলাদেশে সংস্কারের সমর্থন অব্যাহত রাখবে: রাষ্ট্রদূত কিমিনোরি

এক টেবিলে এবার বাংলাদেশ ভারত-চীন

বাশার আল-আসাদের বাবার সমাধিতে আগুন

যদি ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয়, তবে তার বিচার চলতে থাকবে: টবি ক্যাডম্যান

যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে মতপার্থক্যের সমাধান করুক

বিদেশে এবার পাসপোর্টের জন্য হাহাকার

১০

রাজনীতিতে যোগ দিলেন এবার ডা. তাসনিম জারা

১১

হৃদয়ে আছে নিজের একটি মস্তিষ্ক: গবেষণা

১২

নটর ডেমের পুনরায় উদ্বোধনে প্রিন্স উইলিয়াম ও ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ

১৩

সিরিয়ার প্রধানমন্ত্রী বিদ্রোহী প্রশাসনকে ক্ষমতা হস্তান্তরে রাজি

১৪

অস্ট্রেলিয়া ১৬ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে

১৫

2020 সালের অস্ত্রধারী ডাকাতির জন্য পশ্চিমল্যান্ডের একজন পুরুষের শাস্তি

১৬

এক হচ্ছেন এবার তিন খান

১৭

তবে কবে এবার যুক্তরাজ্য যাচ্ছেন খালেদা জিয়া?

১৮

ভারতে ধর্ষণের অভিযোগে এবার সিলেটের ৪ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১৯

ইউরোপীয় দেশের ভিসা সেন্টার এবার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার

২০