১২ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনে বিলুপ্তির পথে আর্কটিক সিল ও বিশ্বব্যাপী পাখির সংখ্যা হ্রাস

জলবায়ু পরিবর্তনের প্রভাবে আর্কটিক অঞ্চলের সিল প্রজাতি বিলুপ্তির মুখে এবং বিশ্বব্যাপী অর্ধেকেরও বেশি পাখির প্রজাতি দ্রুত হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (আইইউসিএন)। শুক্রবার প্রকাশিত সংস্থাটির বার্ষিক “রেড লিস্ট অব থ্রেটেন্ড স্পিসিজ” বা বিপন্ন প্রজাতির তালিকায় এই তথ্য উঠে এসেছে।

তবে এক টুকরো আশার খবরও আছে, দীর্ঘদিনের সংরক্ষণ কার্যক্রমের ফলে সবুজ সামুদ্রিক কচ্ছপের (Green Sea Turtle) সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আইইউসিএনের প্রজাতি সংরক্ষণ কমিশনের সহসভাপতি রিমা জাবাদো বলেন, “এই কাজের মধ্যে আশা ও উদ্বেগ একসঙ্গে কাজ করে। সবুজ সামুদ্রিক কচ্ছপের পুনরুদ্ধারের মতো সাফল্য প্রতিদিনের ক্ষুদ্র পরিবেশবান্ধব কর্মকাণ্ড ও নেতৃত্বের প্রতিশ্রুতির মাধ্যমেই সম্ভব।”

প্রতিবছর বিশ্বজুড়ে বিজ্ঞানীরা প্রাণীজগতের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা হালনাগাদ করেন। কর্নেল বিশ্ববিদ্যালয়ের বার্ড মাইগ্রেশন বিশেষজ্ঞ অ্যান্ড্রু ফার্নসওর্থ বলেন, “প্রতিবার নতুন তথ্য যুক্ত হয় এবং এর ফলে আমরা প্রজাতিগুলো সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাই।”

আইইউসিএনের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, আর্কটিক অঞ্চলের সব সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, সিল, তিমি ও মেরু ভল্লুক, সমুদ্রের বরফনির্ভর পরিবেশে টিকে থাকে। কিন্তু মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে বরফ গলে যাওয়ায় এই প্রাণীগুলো মারাত্মক ঝুঁকিতে পড়েছে। বিশেষভাবে তিনটি সিল প্রজাতি—হার্প, হুডেড ও বিয়ার্ডেড সিল—এবার উচ্চতর ঝুঁকির শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছে। আইইউসিএনের পিনিপেড বিশেষজ্ঞ গোষ্ঠীর সহসভাপতি কিট কোভ্যাকস বলেন, “সিলদের রক্ষা করা মানে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে মানবজাতিকেও সুরক্ষিত করা।”

বিশ্বের পাখি প্রজাতি সম্পর্কিত অংশে বলা হয়েছে, মাদাগাস্কার, পশ্চিম আফ্রিকা ও মধ্য আমেরিকার কয়েকটি পাখি যেমন, শ্লেগেলস অ্যাসিটি, ব্ল্যাক ক্যাস্কড হর্নবিল এবং নর্দার্ন নাইটিংগেল-রেন—নতুন করে ‘নিয়ার থ্রেটেন্ড’ শ্রেণিতে স্থান পেয়েছে। বিশ্বব্যাপী প্রায় তিন-পঞ্চমাংশ পাখির সংখ্যা হ্রাস পাচ্ছে। বার্ডলাইফ ইন্টারন্যাশনালের গ্লোবাল সায়েন্স কো-অর্ডিনেটর ইয়ান বারফিল্ড বলেন, “বিশ্বের তিন ভাগের দুই ভাগ পাখির জনসংখ্যা কমে যাওয়া জৈববৈচিত্র্য সংকটের গভীরতা প্রকাশ করে।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্রান্তীয় বন ধ্বংস, কৃষি সম্প্রসারণ, আগ্রাসী প্রজাতির প্রতিযোগিতা এবং জলবায়ু পরিবর্তন, এই চারটি প্রধান কারণে পাখি প্রজাতিগুলো হুমকির মুখে। বার্ডলাইফের প্রধান বিজ্ঞানী স্টুয়ার্ট বাটচার্ট বলেন, “বিশ্বের ৬১ শতাংশ পাখি প্রজাতির হ্রাস একটি বড় সতর্ক সংকেত।”

এ বছরের জাতিসংঘ জলবায়ু সম্মেলন নভেম্বর মাসে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হবে, যেখানে অ্যামাজন বন এবং ক্রান্তীয় অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষাই আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে জানা গেছে।

সবুজ সামুদ্রিক কচ্ছপের সাফল্যের গল্প নিয়ে গবেষক জাস্টিন পেরল্ট বলেন, “এই পুনরুদ্ধার প্রমাণ করে যে মানুষ চাইলেই পরিবর্তন আনতে পারে।” তবে আইইউসিএনের তথ্যমতে, জলবায়ু পরিবর্তন ও উপকূল ক্ষয়ের কারণে কিছু অঞ্চলে এখনো এই কচ্ছপের আবাসস্থল ঝুঁকিতে রয়েছে।

সবশেষে প্রতিবেদনে বলা হয়, ছয়টি প্রজাতি এবার আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হিসেবে তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে ক্রিসমাস আইল্যান্ড শ্রু এবং স্লেন্ডারবিল্ড কার্লিউ নামের দুটি প্রাণী। এছাড়া অস্ট্রেলিয়ার তিনটি স্তন্যপায়ী প্রাণী ও হাওয়াইয়ের একটি উদ্ভিদ প্রজাতিকেও নতুন করে বিলুপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র: cbsnews

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানের ওয়ারেনে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বইমেলা

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

চ্যাটজিপিটি নিয়ে নতুন বিতর্ক, আদালতে আরও ৭ পরিবার

মেসির আবেগমাখা পোস্ট: ক্যাম্প ন্যুতে ফিরলেন কিংবদন্তি

আর্থিক প্রণোদনা ঘোষণা ট্রাম্পের, প্রত্যেক মার্কিনি পাবেন ২ হাজার ডলার

ম্যানসিটির দাপট: গার্দিওলার ১,০০০তম ম্যাচ স্মরণীয় করে রাখল

মিশিগানে ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজ ক্যাম্পাসে জমকালো বাঙালি মেলা অনুষ্ঠিত

অনুষ্ঠানে ঘুমিয়ে ট্রাম্প, মুহূর্তেই ভাইরাল ছবি!

দ্বিতীয় দিনেও যুক্তরাষ্ট্রে ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল! যাত্রীদের ভোগান্তি চরমে

ডায়াবেটিস, হৃদ্‌রোগ ও স্থূলতা থাকলেই ভিসা বাতিল? ট্রাম্পের বিতর্কিত নতুন নীতি

১০

মিশিগানে দু দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে আজ

১১

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বড়লেখায় সমাবেশ ও র‌্যালি

১২

ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, গ্যালারিতে থাকবেন কাফু

১৩

কাজা রোজা আদায়ের উপযুক্ত মৌসুম শীতকাল

১৪

বড়লেখায় বিনামূল্যে চক্ষু শিবিরে চিকিৎসা পেলেন ৪ শতাধিক রোগী

১৫

কুইন্সে প্রথম বাংলাদেশি মুসলিম বিচারপতির স্বীকৃতি পেলেন সোমা সাইদ

১৬

১১ ভোটের ব্যবধানে মুহিত মাহমুদের হার, মেয়র পদে জয় পেলেন অ্যাডাম আলহারবি

১৭

বড়লেখা-জুড়িতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঐক্যের আহ্বান শরিফুল হক সাজুর

১৮

কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মহা রাসলীলা

১৯

মিশিগানের ট্রয় সিটিতে ‘মুক্তিযুদ্ধের অজানা কথা’র অডিও ভার্সন প্রকাশনা উৎসব

২০