বাংলা সংবাদ ডেস্ক
১১ অক্টোবর ২০২৪, ৪:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কবি দিলওয়ারের ১১তম মৃত্যুবার্ষিকী উদযাপন: ছড়ালোকের আয়োজনে গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশের প্রস্তাব

গতকাল ১০ অক্টোবর বৃহস্পতিবার, সিলেটের সাহিত্য ক্যাফের কবি দিলওয়ার মঞ্চে ছড়ালোকের আয়োজনে গণমানুষের কবি দিলওয়ারের ১১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। আলোচনা সভা ও লেখা পাঠের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী লেখক ও গীতিকবি ইশতিয়াক রুপু।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি মামুন সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনির। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকেন্দ্র-সিলেটের সভাপতি কবি ও প্রাবন্ধিক দুলাল শর্মা চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ছড়ালোক সম্পাদক ও শিশুসাহিত্যিক শাহাদত বখ্ত শাহেদ। তিনি বলেন, দিলওয়ার সিলেটে জন্মগ্রহণ করলেও তিনি বিশ্বমানবতার কবি। সাহিত্যের বিভিন্ন মাধ্যমে তার কাজ ও অবদান অপরিসীম। ছড়ালোক কবির জীবদ্দশায় তাকে আজীবন সম্মাননা প্রদান করতে পেরে নিজেদের ধন্য মনে করে।

বিশেষ অতিথি এনামুল মুনির তার বক্তব্যে কবি দিলওয়ারের সাথে তার সাংগঠনিক যোগাযোগ এবং সিলেটের সাংস্কৃতিক কর্মকান্ডে একসাথে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশেষ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ বাস্তবায়ন কমিটি ও সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে কবির সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন। তিনি দিলওয়ারকে আন্তর্জাতিক মানের কবি হিসেবে আখ্যায়িত করেন।

মুখ্য আলোচক কবি মামুন সুলতান কবি দিলওয়ারের কবিতা পাঠের মাধ্যমে তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, দিলওয়ার মফস্বল থেকেও বাংলাদেশ ও বিশ্বকে নাড়া দিয়েছেন। তার লেখনিতে মানবতার কথা প্রতিফলিত হয়েছে, যা তাকে গণমানুষের কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

প্রধান অতিথি ইশতিয়াক রুপু বলেন, কবি দিলওয়ারের সৃষ্টিকে আরো বিস্তৃতভাবে জনসমক্ষে তুলে ধরতে হবে। তিনি দিলওয়ারের কবিতাগুলো নিয়ে গবেষণাধর্মী একটি গ্রন্থ প্রকাশ এবং ফেলোশিপ প্রবর্তনের প্রস্তাব করেন। তিনি আমেরিকায় কবির পরিবারের সাথে আলোচনা করে গবেষণা গ্রন্থ প্রকাশের আশ্বাস দেন। তিনি বলেন, কবির প্রতি যথাযোগ্য সম্মান দেখাতে আমাদের দায়িত্ব রয়েছে এবং তিনি ছড়ালোকের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি শফিকুর রহমান চৌধুরী তার বক্তব্যে কবির প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, দিলওয়ার শুধুমাত্র সিলেটের কবি নন, তিনি বিশ্বমানবতার কবি। আমরা তার সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে এবং ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছাতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য ও লেখা পাঠ করেন কবি ও সাংস্কৃতিক কর্মী মো. সুয়েজ হোসেন, ছড়াকেন্দ্র-সিলেটের সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া, ছড়াকার ছাদির হুসাইন, কবি ও নাট্যকর্মী সাজেদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন কবি ও উপস্থাপক কামাল আহমেদ।

এই আয়োজনে ছড়ালোক কবি দিলওয়ারের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন এবং তার সৃষ্টিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টার প্রশংসা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিভাবে আমেরিকার নির্বাচনে আগাম ভোট করবেন?

কিভাবে আমেরিকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করবেন?

কিভাবে আমেরিকার নির্বাচনে অ্যাবসেন্টি বা মেইল-ইন ভোট করবেন?

শেষটা ভালো করার প্রচেষ্টায় ট্রাম্প-কমলা

কিভাবে আমেরিকার নির্বাচনে ভোটার আইডি নিশ্চিত করবেন?

জেন-জিকে কাছে টানছেন কমলা হ্যারিস

আরব আমেরিকানদের সাথে সাক্ষাতে হালাল ক্যাফেতে ট্রাম্প

ডেট্রয়েটসহ পাঁচটি শহরে ভোটাধিকার পর্যবেক্ষণ করবে ফেডস

মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন

হ্যারিস-ওয়ালজ ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের সমর্থনে নির্বাচনী র‍্যালি আগামীকাল

১০

তুরস্কে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের হাফিজ মুয়াজ

১১

রোববার মিশিগান আসছেন কমলা হ্যারিস

১২

মাওলানা আতিকুর রহমানের পক্ষ থেকে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান

১৩

কিভাবে আমেরিকার নির্বাচনে আপনার ভোটকেন্দ্র খুঁজবেন?

১৪

জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে সামান্য এগিয়ে কমলা

১৫

ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদরাসার গেইট উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

আগামী বছরের ৭ জুলাই থেকে বন্ধ হয়ে যাচ্ছে ট্র্যাভার্স সিটি স্টেট পার্ক ক্যাম্পগ্রাউন্ড

১৭

কমলাকে ভোট দেবেন হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার

১৮

গাজায় ‘জাতিগত নির্মূল’ ঠেকাতে বিশ্বকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে: জাতিসংঘ মহাসচিব

১৯

কিভাবে আমেরিকার নির্বাচনে ভোটার নিবন্ধন করবেন?

২০