ওয়ারেনে বার্ষিক সকার টুর্নামেেন্ট ডেট্রয়েট এফ. সি চ্যাম্পিয়ন

ওয়ারেনে বার্ষিক সকার টুর্নামেন্টে ডেট্রয়েট এফ. সি চ্যাম্পিয়ন

সম্প্রতি ওয়ারেন কমিউনিটি সেন্টারে মিশিগানে অবস্থানরত বাংলাদেশীদের নিয়ে মিশিগানের ইউথ স্পোর্টস ক্লাব আয়োজন করে বার্ষিক সকার (ফুটবল) টুর্নামেন্ট।
টুর্ণামেন্টে মোট পাঁচটি দলের অংশগ্রহণে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পায়। ডেট্রয়েট এফ. সি. ও টাইগার্স এফ. সি টুর্ণামেন্টে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান নিয়ে ফাইনালে অবতীর্ণ হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে খেলা ১-১ গোলে ড্র হলে রেফারি পেনাল্টি শুট এর সিদ্ধান্ত নেন। পরিশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে পেনাল্টি শুট এ জিতে ডেট্রয়েট এফ. সি চ্যাম্পিয়ন হয়।

মিশিগানে বেড়ে ওঠা পরবর্তী প্রজন্মকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখা ও খেলাধূলায় আগ্রহী করা টুর্নামেন্ট এর প্রধান উদ্দেশ্য বলে জানান টুর্নামেন্টের আয়োজন সংশ্লিষ্টরা। মিশিগান টাইগার্স প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও টুর্নামেন্টের প্রধান আয়োজক দেলোয়ার আনসার বাংলা সংবাদকে বলেন “আমরা প্রতিবছর তরুনদের নিয়ে এমন টুর্নামেন্ট আয়োজন করতে চাই। কমিউনিটির সকল মাতা-পিতার কাছে অনুরোধ আপনাদের ছেলেমেয়েকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করুন । সকল খেলাধুলার সাথে সম্পৃক্ত থেকে আমাদের কমিউনিটির তরুন সমাজকে গড়ে উঠতে হবে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার সাথে সম্পৃক্ত থাকলে কমিউনিটির ছেলে মেয়েরা ভবিষতের জন্য তৈরি হতে পারবে। তাদের মন​-মানসিকতায় আসবে আমুল পরিবর্তন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *