প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস। ট্রাম্পকে ফোন করে তিনি এই অভিনন্দন জানান।
সিবিএস নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন কমলার একজন জ্যেষ্ঠ সহযোগী। ওই ফোনকলে কমলা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ওপর জোর দেন। পাশাপাশি তিনি ট্রাম্পকে সব আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার আহ্বান জানান।
স্থানীয় সময় বুধবার দিনের শেষে ওয়াশিংটন ডিসিতে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে কমলার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নির্বাচনের জয়-পরাজয় নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন