২৭ বছর পর এবার ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করল শ্রীলঙ্কা

১ উইকেটে ১৭১ রান থেকে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান—শ্রীলঙ্কা নিশ্চয়ই আফসোস করেছে আরও বড় স্কোর গড়তে না পারায়। তবে কলম্বোয় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি স্বাগতিকেরা জিতেছে ১১০ রানের বড় ব্যবধানে। তাতে নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয় ও ১৯৯৭ সালের পর প্রথমবার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।

 

এক সময় দুদল নিয়মিতই খেলত দ্বিপক্ষীয় সিরিজ, তবে সাম্প্রতিক সময়ে সেটি কমে এসেছে বেশ। সব মিলিয়ে দুদলের এটি ছিল ২১তম দ্বিপক্ষীয় সিরিজ। এর আগে শ্রীলঙ্কা জিতেছিল মাত্র দুবার—১৯৯৩ ও ১৯৯৭ সালে। সিরিজ ড্র হয়েছে তিন বার। প্রথম ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় পায় শ্রীলঙ্কা। আজ শেষ ম্যাচে ব্যাটিংয়ে তাদের শুরুটা হয় বেশ ভালো। পাতুম নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্ডোর ওপেনিং জুটিতেই আসে ৮৯ রান। ৬৫ বলে ৪৫ রান করে নিশাঙ্কা ফেরার পর কুশল মেন্ডিসের সঙ্গে আভিস্কার জুটিতে আসে আরও ৮২ রান।

 

এরপরই শ্রীলঙ্কা ইনিংসে নামে ধস। ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে তারা। যার শুরুটা হয় আভিস্কার উইকেট দিয়ে। অভিষিক্ত রিয়ান পরাগের বলে সেঞ্চুরি থেকে ৪ রান দূরে এলবিডব্লু হন তিনি। একদিকে কুশল মেন্ডিস (৮২ বলে ৫৯) অবশ্য টিকে ছিলেন, আরেক মেন্ডিস, কামিন্দুর সঙ্গে শ্রীলঙ্কাকে ২৫০-এর কাছে নিয়ে যান। কামিন্দু করেন ১৯ বলে ২৩ রান। পরাগ নেন ৩ উইকেট। ভারতের রান তাড়ায় আরেকবার ঝোড়ো শুরু করেন রোহিত শর্মা, তবে অন্যদিকে ধীর গতির ছিলেন শুবমান গিল। পঞ্চম ওভারের তৃতীয় বলে তিনি যখন আউট হন, ভারত তার আগেই তুলে ফেলে ৩৭ রান। রোহিতও বেশিক্ষণ থাকেননি আর। ভারত এরপর উইকেট হারিয়েছে নিয়মিত। টপ অর্ডারে কেউ স্কোর বড় করতে পারেননি, মিডল অর্ডারেও দাঁড়াতে পারেননি কেউ। রোহিতের ২০ বলে ৩৫ রানই হয়ে থেকেছে ভারতের ইনিংসে সর্বোচ্চ স্কোর।

 

আগের ম্যাচে ভারতের মূল ক্ষতিটা করেছিলেন জেফরি ভ্যান্ডারসে, এবার দুনিত ভেল্লালাগের কবলে পড়ে দলটি। ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার ২৭ রানে নেন ৫ উইকেট, আউট করেন রোহিত-বিরাট কোহলি দুজনকেই। কুলদীপ যাদবকে এলবিডব্লু করে শ্রীলঙ্কার জয় ও নিজের ৫ উইকেট নিশ্চিত করেন তিনি। ভারতের রিভিউ বাকি থাকলে সে উইকেট না-ও পেতে পারতেন ভেল্লালাগে, তবে তাতে আসলে শেষ পর্যন্ত কিছু যায় আসতও না।

 

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৪৮/৭ (আভিস্কা ৯৬, কুশল ৫৯, নিশাঙ্কা ৪৫; পরাগ ৩/৫৪, সুন্দর ১/২৯, কুলদীপ ১/৩৬)।
ভারত: ২৬.১ ওভারে ১৩৮ (রোহিত ৩৫, সুন্দর ৩০, কোহলি ২০; ভেল্লালাগে ৫/২৭, ভ্যান্ডারসে ২/৩৪, তিকশানা ২/৪৫)।
ফল: শ্রীলঙ্কা ১১০ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচে সিরিজে শ্রীলঙ্কা ২-০-তে জয়ী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদের মাটিতে সম্পদের খোঁজে যাচ্ছে রাশিয়া?

আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা: স্বস্তিকা

দক্ষিণ সুদানের নির্বাচন ২০২৬ সাল পর্যন্ত স্থগিত

তিন কোটি ২০ লাখ টাকা বোনাস পেলেন ক্রিকেটাররা

করিমগঞ্জে সৈয়দ মুজতবা আলী সাহিত্য উৎসব অনুষ্ঠিত

রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করতে চান কিম

ত্রাণের টাকা কোথায় রাখা হয়েছে, জানালেন হাসনাত আব্দুল্লাহ

চরম বন্যার ঝুঁকিতে অস্ট্রিয়া, স্লোভাকিয়া ও জার্মানি

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না: বদিউল আলম মজুমদার

অভিনেত্রীকে হয়রানির অভিযোগে ভারতে ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

১০

নতুন ছবির ব্যাপারে নিজেই জানাবেন বুবলী

১১

আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে : ক্রীড়া উপদেষ্টা

১২

কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন চুরি

১৩

মাদক এবং নিকোটিন ভিত্তিক পণ্য বিক্রি বন্ধে ডেট্রয়েটে সভা

১৪

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে অনুপ্রাণিত ক্রিকেটাররা

১৫

১৪ বছর বয়সী নোয়া জাদুকর হতে চায়

১৬

রিয়েল এস্টেট ব্যবসায় অসামান্য অবদান রাখছে আরটুএম রিয়েলটি

১৭

বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদনে হুয়াওয়ে ও ওয়ালটনের চুক্তি

১৮

সাংবাদিকের বিরুদ্ধে অপতৎপরতার প্রতিবাদে মানববন্ধন

১৯

আমাদেরকে সফল হতেই হবে : জাতির উদ্দেশে ড. ইউনুস

২০