যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের একজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, যিনি অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচারের দায়িত্বে ছিলেন। তার মৃত্যু ইসরাইলের সামরিক সক্ষমতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
গাজার মেডিকেল সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার আল-বুরেইজ শিবিরে ইসরাইলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। রাফাহতে পৃথক হামলায় দুজন নিহত হয়েছে। হামাস তাদের যোদ্ধাদের হতাহত সংখ্যা প্রকাশ করে না। হামাসের সশস্ত্র শাখা বলেছে, তাদের যোদ্ধারা রাফাহের পূর্বে ইসরাইলি দুটি সেনা পরিবহন ধ্বংস করেছে। তবে ইসরাইলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইসরাইল বর্তমানে উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণ মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। গাজায় ১০ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর একাধিক দিক থেকে হুমকির সম্মুখীন হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৩৯ হাজার ৬২৩ বেসামরিক নাগরিক। আহত কমপক্ষে ৯১ হাজার ৪৬৯ জন। গত ১০ মাসে ইসরাইলি হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
এদিকে সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৪ জন অজ্ঞাত পরিচয় ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠিয়েছে ইসরাইলি বাহিনী । পরে তাদের গণকবরে দাফন করা হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিসের পরিচালক ইয়ামেন আবু সুলেমান সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা আলজাজিরা। এ নিয়ে চতুর্থবারের মতো গাজায় হত্যা করা ফিলিস্তিনিদের মরদেহ ফেরত পাঠাল ইসরাইল।
মন্তব্য করুন