প্রায় ১ মিলিয়ন শিশু সহ গত বছরের মে পর্যন্ত ৩.২ মিলিয়নেরও বেশি মিশিগ্যান্ডার মেডিকেডে ছিলেন। গত বছরের শেষের দিকে ও এ বছরের শুরুতে এই সংখ্যাগুলো হ্রাস পাচ্ছে খুবই দ্রুত।
প্রায় পাচ লাখের অধিক মিশিগানবাসী সরকারি মেডিকেল সুবিধা হারিয়েছেন। এর মধ্যে ব্যাপক সংখ্যক বাংলাদেশি আমেরিকান রয়েছেন। সরকারি মেডিকেইড হারিয়ে বিপাকে হাজারো মিশিগান প্রবাসী বাংলাদেশি। বিশেষ অসুবিধায় রয়েছেন সম্প্রতি দেশ থেকে আসা গ্রিনকার্ডদারী বয়স্ক মানুষ। অনেকেই জানেন না কিভাবে মিলবে এর সমাধান।
এছাড়া কিভাবে আবেদন করবেন তা নিয়েও অনেকে পড়েছেন বিড়ম্বনায় । অনেকের ধারে ধারে ঘুরছেন সহযোগিতার জন্য, কিন্তু মিলছে না কোন সুষ্ঠু সমাধান। মেডিকেল হারানোর মূল কারণ হিসেবে রয়েছে প্রোগ্রামের মানদণ্ড বিবেচনা। মেডিকেড কভারেজ থেকে বাদ পড়া বেশিরভাগই কাগজপত্র জমা দিতে ব্যর্থ হওয়ার ফলে হারিয়েছেন মেডিকেইড সুবিধা। কারণ সরকার পর্যালোচনা করছে যে তারা প্রোগ্রামের মানদণ্ড পূরণ করে কিনা।
মন্তব্য করুন