ভয়ংকর মহাপ্লাবন ও মৃত্যুকোপে সিলেট-সুনামগঞ্জ: অন্যতম কারন

শতাব্দীর শ্রেষ্ঠ সর্বনাশা ভয়ংকর বন্যা সিলেটে-জুন / ২০২২ !!
আহা…!?
কি অপরূপ পাহাড়ী ঢল..!
সৌন্দর্যের কি ভয়ানক রুপ..?
ইন্ডিয়ার “চেরাপুঞ্জি “রেইনফল-মেঘালয়ার” অব্যাহত বৃষ্টি.. পাহাড়ী ঢল../পানি ভয়াবহ রূপে…জাফলং জিরো পয়েন্ট দিয়ে সরাসরি পিয়াইন-নদী হয়ে গোয়াইন-নদী দিয়ে সুরমা-নদীতে প্রবাহিত হয়।
যাহা সিলেট সুরমা-নদী-টু-(বাজিতপুর-সুনামগঞ্জ) হয়ে কিশোরগঞ্জের (ইটনা-মিঠামঈন-অষ্টমগ্রাম) বিশাল হাওর দিয়ে পানি প্রবাহিত হয়। হাওরের পানি প্রবাহের এরিয়া ছিল ৭৭ কিমি।
নতুন সড়ক নির্মান করায় ৭৭ কিমি. এর মধ্যে… মাত্র ১.৭৭ কিমি ওয়াটার স্ট্রিম রাখা হয়েছে।
ইহাতে প্রায় ৭৫.৩ কিমি. পানি প্রবাহ ব্লক হয়েছে ?
যাহা মাত্র এই ১.৭৭ কিমি. ওয়াটার স্ট্রিম দিয়ে যথাসময়ে পানি প্রবাহ প্রায় অসম্ভব !?
দীর্ঘ ৭৫.৩ কিমি. মানে সুরমারমত প্রায় ৭০ টি নদীর পানি প্রবাহ বন্ধ ??
তাই “Flash Flood ফ্লাশ ফ্লাড” সৃষ্টি হয়েছে !!
আর তাতে (সিলেট-সুনামগঞ্জ) শতাব্দীর শ্রেষ্ঠ সর্বনাশা চলমান এ বন্যার অন্যতম কারন !! “সিলেট-সুনামগঞ্জ”পরিনত হয়েছে মৃত্যু কোপে !?
মনে রাখবেন-সময় মতো নদী শাসন ও খনন না করলে; এই বন্যা শেষ নয় ; আরো বিপদ আছে !? চেরাপুঞ্জিতে ২৭ বছরের রেকর্ড পরিমান বৃষ্টি..? আর সিলেটে ১৯৮৮ এবং ২০০৪ সালের চেয়েও রেকর্ড সৃষ্টি কারী বন্যা জুন / ২০২২? পানি উটেছে সবার ঘরের চাল পর্যন্ত। কোনো ভাষায়-কোনো উপমা-বিশেষনে ভয়ংকর এই মহাপ্লাবন প্রকাশ করা যাবেনা।
হতে পারে…. পানি উন্নয়ন বোর্ডের দুরদর্শী গবেষণা কার্যক্রম না-হওয়ার কারণে…স্মরনকালের মহাদুর্যোগের মানবিক বিপর্যয় সিলেট-সুনামগঞ্জের এই করুন পরিনতি।

(এডভোকেট দীপক চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক, মিশিগান স্টেট আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র।)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *