স্তন ক্যান্সার সচেতনতার মাস অক্টোবর

জাতীয় স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর।

এই রোগে হারিয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণ এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করা এবং জয়ী হওয়া লক্ষ লক্ষ লোকের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রতি বছর অক্টোবরকে জাতীয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়।

এবছর শনিবার (অক্টোবর ১) থেকে স্তন ক্যান্সার সচেতনতার মাস শুরু হয়েছে এবং সোমবার (অক্টোবর ৩১) শেষ হবে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর  তথ্য থেকে জানা যায় যুক্তরাষ্ট্রে প্রতি ৮ জনের মধ্যে ১ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

সিডিসির তথ্য থেকে আরও জানা যায়, যুক্তরাষ্ট্রে গড়ে প্রতি দুই মিনিটে একজন নারীর স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিডিসি অনুসারে, যুক্তরাষ্ট্রে ক্যান্সার হচ্ছে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, ক্যান্সার আক্রান্ত বেশিরভাগ মানুষ শুধুমাত্র হৃদরোগের কারণে মৃত্যু বরণ করেন।

যুক্তরাষ্ট্রে প্রতি চারজনের মধ্যে একজনের মৃত্যু হয় ক্যান্সারের কারণে।

কিছু বিরল ক্ষেত্রে, পুরুষরাও স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

বার্ষিক এই সময়ে স্তন ক্যান্সারের গবেষণাকে আরও ত্বরান্বিত করার চেষ্টা করা হয়।

তাছাড়া, হাজার হাজার অংশগ্রহণকারী এই সময় অংশগ্রহণ করে স্তন ক্যান্সারে আক্রান্তদের বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা যোগায়।

স্তন ক্যান্সারের অগ্রগতি এবং এরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য গোলাপী ফিতা ব্যাবহার করা হয়।