যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (Internal Revenue Service–IRS) বৃহস্পতিবার ২০২৬ করবর্ষের জন্য বিভিন্ন কর-সমন্বয়ের ঘোষণা দিয়েছে। নতুন এই পরিবর্তনগুলো মূলত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ (One Big Beautiful Bill Act–OBBBA) আইনের আওতায় করা হয়েছে।
আইআরএস জানিয়েছে, ২০২৬ করবর্ষে যারা তাদের রিটার্নে আইটেমাইজ করেন না, তাদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে একক করদাতাদের জন্য ১৬ হাজার ১০০ ডলার এবং বিবাহিত দম্পতিদের (যৌথ ফাইলিং) জন্য ৩২ হাজার ২০০ ডলার নির্ধারণ করা হয়েছে। এর আগের বছর অর্থাৎ ২০২৫ সালে এই সীমা যথাক্রমে ১৫ হাজার ৭৫০ ও ৩১ হাজার ৫০০ ডলার ছিল।
নতুন কর হারের কাঠামোতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সর্বোচ্চ করহার ৩৭ শতাংশই থাকবে, যা প্রযোজ্য হবে একক করদাতাদের ক্ষেত্রে ৬ লাখ ৪০ হাজার ৬০০ ডলারের বেশি আয়ে এবং বিবাহিত যৌথ ফাইলারদের ক্ষেত্রে ৭ লাখ ৬৮ হাজার ৭০০ ডলারের বেশি আয়ে।
অন্যান্য করহার নিম্নরূপ:
৩৫% করহার প্রযোজ্য হবে একক করদাতার ২ লাখ ৫৬ হাজার ২২৫ ডলার ও যৌথ ফাইলারের ৫ লাখ ১২ হাজার ৪৫০ ডলারের বেশি আয়ে।
৩২% করহার একক করদাতার ২ লাখ ১ হাজার ৭৭৫ ডলার এবং যৌথ ফাইলারের ৪ লাখ ৩ হাজার ৫৫০ ডলারের বেশি আয়ে।
২৪% করহার ১ লাখ ৫ হাজার ৭০০ ডলারের বেশি আয়ে এবং ২২% করহার ৫০ হাজার ৪০০ ডলার থেকে শুরু হবে।
সর্বনিম্ন ১০% করহার থাকবে ১২ হাজার ৪০০ ডলার পর্যন্ত আয়ে।
এছাড়া, ২০২৬ সালে এস্টেট ট্যাক্স অব্যাহতি সীমা বাড়িয়ে ১ কোটি ৫০ লাখ ডলার করা হয়েছে, যা ২০২৫ সালের ১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার ডলার থেকে বৃদ্ধি পেয়েছে। দত্তক গ্রহণ সংক্রান্ত ট্যাক্স ক্রেডিটও বাড়িয়ে ১৭ হাজার ৬৭০ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিকল্প ন্যূনতম কর (Alternative Minimum Tax) অব্যাহতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার ১০০ ডলার, যা একক করদাতাদের ক্ষেত্রে ৫ লাখ ডলার আয়ে ধীরে ধীরে কমতে শুরু করবে।
ওবিবিবিএ আইন অনুযায়ী, নিয়োগকর্তা প্রদত্ত শিশু যত্ন (Childcare) করছাড়ের সীমা ১ লাখ ৫০ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫ লাখ ডলার করা হয়েছে। ছোট ব্যবসার ক্ষেত্রে এই সীমা ৬ লাখ ডলার পর্যন্ত প্রযোজ্য হবে।
আয়ের ওপর ভিত্তি করে প্রদানযোগ্য ‘Earned Income Tax Credit’ সর্বোচ্চ ৮,২৩১ ডলার নির্ধারণ করা হয়েছে, যা ২০২৫ সালের তুলনায় সামান্য বেশি। স্বাস্থ্য ব্যয়ের জন্য ‘Flexible Spending Arrangement’ সীমা ২০২৬ সালে হবে ৩,৪০০ ডলার।
এছাড়া, ‘Medical Savings Account’-এর জন্য একক কভারেজের সর্বনিম্ন ডিডাকটিবল হবে ২,৯০০ ডলার এবং সর্বোচ্চ ৪,৪০০ ডলার। পারিবারিক কভারেজের ক্ষেত্রে এই সীমা থাকবে ৫,৮৫০ থেকে ৮,৭৫০ ডলারের মধ্যে।
অন্যদিকে, পরিবহন ভাতার সীমা ২০২৬ সালে মাসিক ৩৪০ ডলার পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে উপহারের বার্ষিক ছাড় সীমা ১৯ হাজার ডলার অপরিবর্তিত থাকবে।
সূত্র: ফক্স বিজনেস (Fox Business)
মন্তব্য করুন