লাল-সবুজের জার্সি পরে খেলতে ফিফার অনুমতি পেলেন শমিত শোম। সবকিছু ঠিক থাকলে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই হতে পারে তার অভিষেক।
এর আগে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার মাধ্যমে প্রবাসী ফুটবলারদের পথ দেখিয়েছেন। এবার সেই তালিকায় নতুন নাম শমিত শোম। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ‘কালভারি এফসি’-তে। তিনি ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ফিফার ‘প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি’ শমিতকে বাংলাদেশ দলের হয়ে খেলার চূড়ান্ত অনুমতি দিয়েছে। মঙ্গলবার (৬ মে) ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই অনুমতি দেয়।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, “আমরা শমিতের পাসপোর্ট পাওয়ার পরপরই ফিফায় আবেদন করি। আজ ফিফা থেকে জানানো হয়েছে, তার বাংলাদেশের হয়ে খেলতে কোনো বাধা নেই। সব ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। আশা করছি, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে তার অভিষেক হবে।”
শমিত শোমের বাবা-মা দুজনই বাংলাদেশি, যদিও তার জন্ম এবং বেড়ে ওঠা কানাডায়। জাতীয় দলে জায়গা না পেলেও ক্লাব ফুটবলে নিয়মিত খেলছেন তিনি। শমিত নিজেও জানিয়েছেন, তিনি বাংলাদেশ দলের হয়ে খেলতে খুব আগ্রহী।
মন্তব্য করুন