বিজ্ঞানের ছোঁয়ায় অসম্ভবও সম্ভব হতে পারে। অন্তত এমনটাই আশা করছেন জইওয়েন সু। সু-র দেহে সম্প্রতি এমন এক অস্ত্রোপচার করা হয়, যা গোটা পৃথিবীতে আগে কোনওদিন হয়নি। সু অ্যান্ড্রুস্পার্মিয়া নামের এক বিরল রোগে আক্রান্ত। এই রোগে বীর্যে শুক্রাণু থাকে না। প্রতি ৫০ হাজার পুরুষের মধ্যে মাত্র ৫০ জনের দেহে এই সমস্যা দেখা যায়।
সু-এর ক্ষেত্রে তাঁর এই সমস্যার কারণ ক্যানসার। ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, শৈশবে হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। তখন রোগ নিরাময়ের জন্য তাঁকে কেমোথেরাপি নিতে হয়। যার ফলে তাঁর যৌনাঙ্গ সঠিকভাবে গঠিত হতে পারেনি। অণ্ডকোষের যেখান থেকে শুক্রাণু তৈরি হয় সেই অংশটি তৈরি হয়নি। আমেরিকার ইউনিভার্সিটি অফ পিটসবার্গ মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা সু-এর চিকিৎসা করার জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন।
সু যখন শিশু তখন ভবিষ্যতে ফের ক্যানসারের আক্রমণ আটকানোর জন্য তাঁর স্টেম সেল সংরক্ষণ করা হয়েছিল। চিকিৎসকরা সিদ্ধান্ত নেন সেই স্টেম সেল ব্যবহার করেই তাঁকে ‘যৌবন’ দান করা হবে। এই লক্ষ্যে অণ্ডকোষের উপরের দিকে একটি মাইক্রোনিডল দিয়ে স্টেম সেল ঢুকিয়ে দেওয়া হবে, যা রেটি টেস্টিস নামের একটি অঙ্গ গঠন করবে। চিকিৎসকদের আশা, এর ফলে সু-র দেহে বয়ঃসন্ধিকালের মতো প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং শুক্রাণু উৎপাদনও শুরু হবে। মানুষের দেহে এই পদ্ধতি প্রথমবার প্রয়োগ করা হল।
মন্তব্য করুন