অস্ট্রেলিয়ায় সিডনি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৮০০ কোটি টাকা (১০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) অনুদান দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দেশটির অন্যতম শীর্ষ ধনী ও উদ্যোক্তা রবিন খুদা। বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ের নারী শিক্ষার্থীদের বৃত্তি দিতে এই অনুদানের অর্থ ২০ বছর ধরে ব্যয় করা হবে। অস্ট্রেলিয়ান কোনো বিশ্ববিদ্যালয়ের এককালীন পাওয়া এটাই সবচেয়ে বড় তহবিল। রবিন খুদার এই অনুদান সম্পর্কে সিডনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মার্ক স্কট বলেন, ‘আমরা গত দুই বছর এই তহবিল নিয়ে নানা পরামর্শ করেছি। এরপর রবিন খুদা বৃত্তির এই প্রকল্প তৈরি ও চালু করেন।’
মন্তব্য করুন