বিশিষ্ট লিড সংগীতশিল্পী ও ‘মেইজ’-এর প্রতিষ্ঠাতা ফ্র্যাঙ্কি বিভারলি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বিভারলি’র পরিবার ব্যান্ডের সোশ্যাল মিডিয়া একাউন্টে একটি পোস্টে জানান, ফ্র্যাঙ্কির মৃত্যুতে তারা শোকাহত এবং গভীরভাবে ক্ষত-বিক্ষত।
বিভারলি ১৯৭০ সালে ‘র’ সোল’ নামে পরিচিত গোষ্ঠী মেইজ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ডিট্রয়েটের বাসিন্দা মারভিন গায়ের ট্যুরের জন্য ওপেনিং অ্যাক্টও ছিলেন। তার পরিবারের অনেক অনুষ্ঠানে বাজানো জনপ্রিয় গানটি হলো “বিফোর আই লেট গো’। এটি মেইজ এবং বিভারলির স্বত্ব। এটি মৃত্যুর পরও আনন্দের অনুষ্ঠানে বছরের পর বছর বাজানো হবে।
মন্তব্য করুন