ইউক্রেন ও ইসরাইলকে যুদ্বে সহায়তা করতে বিভিন্ন খাতে বিশাল ব্যয়ের এক পরিকল্পনার অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। গত ৪ ফেব্রুয়ারি প্রায় ১২ হাজার কোটি ডলারের একটি বিল পাস্ হয়েছে যার মধ্যে থেকে ছয় হাজার কোটি ডলার খরচ করা হবে ইউক্রেনের জন্য আর ইসরাইলের নিরাপত্তা সহায়তার জন্য থাকছে এক হাজার ৪০০ কোটি ডলার।
কিন্তু রিপাবলিকানরা এই বিলের বিপক্কে দাঁড়িয়েছে যার ফলে আবার রিপাবলিকানদের বিরোধিতায় এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অন্য দিকে সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেল প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে বলেছেন, রিপাবলিকানরা তাদের নিজেদের প্রেসিডেন্টের অধীনেও এর চেয়ে বড় কিছু পাবেন না।
মন্তব্য করুন