গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি আক্রমণে গত ২৪ ঘণ্টায় অন্তত ১১২ ফিলিস্তিনি নিহত। সেই আক্রমনটি আন্তর্জাতিক বিচার আদালতের অন্তর্বর্তী রায় সম্পুর্নভাবে লঙ্ঘন করেই চালানু হয় । এইদিকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার এর উপরে যাদের অধিকাংশই নারী ও শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয় এর তথ্য মতে এই পর্যন্ত মোট ৬৬ হাজার ২৮৭ জন আহত হয়েছেন।
অন্যদিকে গাজার বর্তমান পরিস্তিতি হল উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে ব্যর্থ হওয়াতে হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে।
জাতিসংঘের দেওয়া এক বিবৃতিতে বলা হয় গাজার ৮৫ শতাংশ বাসিন্দা খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এমনকি দেশটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
মন্তব্য করুন