ট্রাম্প এক জনসভায় বলেন, দক্ষিণ আমেরিকা আফ্রিকা ও এশিয়া, থেকে শরণার্থীরা অবাধে অনুপ্রবেশ করছেন যা আমেরিকানদের জন্যে খুবই বিপদজনক।
সীমান্তনীতির সমালোচনা করতে গিয়ে বলেন বাইডেনের আইকিউ কম যার ফলে তার ক্ষমতায় থাকা মানে আমেরিকানদের স্বপ্ন মৃত্যুতে পরিণত হওয়া পাশাপাশি এ ও বলেন বাইডেন নাকি আমেরিকার সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট।
অন্য দিকে ১৬ অক্টোবর) এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প হামাসকে সমর্থনকারী যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার চেষ্টায় বাধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যদি আবার ক্ষমতায় যান, তবে হামাস সমর্থনকারীদের অভিবাসী হওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করবেন। তাছাড়াও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশগ্রহণকারীদের গ্রেফতারের দাবি জানান। এমনকি তিনি যুক্তরাষ্ট্র থেকে হামাসকে প্রকাশ্যে সমর্থন জানানো অভিবাসীদের বিতাড়িত করার পদক্ষেপ নেবেন বলেও হুঁশিয়ারি দেন।
মন্তব্য করুন