টাইমস অব ইসরায়েল জানিয়েছে, কাতার ও মিশরের মাধ্যমে ইসরাইল একটি প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছে যাতে রয়েছে ২ মাসের জন্য একটি যুদ্ব বিরতির প্রস্তাব। যেই প্রস্তাবটি ১৩৬ জিম্মির মুক্তির বিনিময়ে দিয়েছে ইসরায়েল।
প্রস্তাবে উল্লেখ রয়েছে বিভিন্ন ধাপে বন্দিদের মুক্তির কথা। প্রথমে নারী-শিশু, ৬০ বছরের বেশি বয়সী ও গুরুতর অসুস্থ জিম্মিদের মুক্তি দিতে হবে বলে তারা উক্ত প্রস্তাবে উল্লেখ করেছে। দ্বিতীয় ধাপে সব নারী সেনা সহ পুরুষ সেনা ও নিহত জিম্মিদের মরদেহ ও ৬০ বছরের চেয়ে কম বয়সী বেসামরিক পুরুষ, হস্তান্তর করার শর্ত রয়েছে উক্ত প্রস্তাবে।
ইসরায়েলিয় কর্তৃপক্ষ আরও বলেছে জেরুজালেমের কারাগারে বন্দি কতজন ফিলিস্তিনিকে ওই যুদ্ধবিরতি চলাকালে মুক্তি দেওয়া হবে তা উভয়পক্ষের আলোচনায় নির্ধারণ করা হবে। এবং ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ছয় হাজার ফিলিস্তিনির সবাইকে মুক্তি দেওয়া হবেনা। কিন্তু কিছু বন্দিদের বিষয়ে আলাদা ভাবে সিদ্দান্ত নেওয়া হবে। তাছাড়া ও ইসরায়েল বলেছে যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা হবেনা কিন্তু গাজার শহর গুলি থেকে সৌন্য সংখ্যা কিছুটা কমানো হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হওয়া গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের ধীরে ধীরে বসতবাড়িতে ফিরে আসার জন্য অনুমতি দেওয়া হবে।
মন্তব্য করুন